ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

টেনিস ফেডারেশনের সঙ্গে দুই বছরের চুক্তি সাইফ পাওয়ারটেকের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
টেনিস ফেডারেশনের সঙ্গে দুই বছরের চুক্তি সাইফ পাওয়ারটেকের

দেশে টেনিসের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে আজ (১০ ডিসেম্বর) সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। চুক্তি অনুযায়ী সাইফ পাওয়ারটেক টেনিসের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খেলাটির সার্বিক উন্নয়নে বছরে এক কোটি টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে।

 

তৃণমুলের টেনিসকে এগিয়ে নিতেই মূলত এ চুক্তিস্বাক্ষর। এজন্য পাঁচটি ইভেন্টও নির্ধারণ করেছে ফেডারেশন। যেখানে আর্থিকভাবে সহায়তা প্রদান করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড। ইভেন্টগুলো হলো- দেশব্যাপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা, জেটিআই কোচেস প্রশিক্ষণ ও স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয় টেনিস প্রতিযোগিতা, আন্তঃটেনিস প্রতিযোগিতা এবং বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।  

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রথমবারের মতো টেনিস পা রাখল কর্পোরেট যুগে। অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন সেখানে উপস্থিত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সৈয়দ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেজর (অব.) ফারুক আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ ছাড়াও টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো বাংলাদেশ টেনিস ফেডারেশন।  

চুক্তির আওতায় আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে ৩২টি জেলায় জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় টেনিসের প্রশিক্ষণ কার্যক্রম একটি টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেশব্যাপী টেনিসের সম্প্রসারণে এই চুক্তিকে একটি মাইফফলক হিসেবে অ্যাখ্যা দেন টেনিসের সভাপতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।  

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক চুক্তি। এর মাধ্যমে দেশের টেনিস বিশেষ করে তৃণমুলের টেনিস অনেকদূর এগিয়ে গেল। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ধন্যবাদ তিনি টেনিসের পাশে এসে দাঁড়িয়েছেন। ' 

অনুষ্ঠানে উপস্থিত সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন গড়তে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে গত দুই মাসে আমি নিজে উপস্থিত থেকে বিভিন্ন প্রোগ্রামে নানাবিদ কাজ করেছি। গতকাল আমরা অনেক বড় একটি ক্রীড়া মিলনমেলা করেছি। যা ক্রীড়াঙ্গনে আগে কখনো হয়নি। তৃণমুলের যে কোনো কাজে আমাদের সাইফ পাওয়ারটেক অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। তৃণমুলের টেনিসকেও এগিয়ে নিতে আমরা কাজ করব। আমরা শুরুটা করে দিলাম এভাবে একদিন সুউচ্চ অবস্থানে পৌঁছে যাবে দেশের টেনিস। '

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।