ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বিজয় দিবস কাবাডি

বিজিবি ও মেঘনার দ্বিতীয় জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
বিজিবি ও মেঘনার দ্বিতীয় জয়

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে চলছে ‘রানার বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩। ’ আজ (১১ ডিসেম্বর) সোমবার ছিল প্রতিযোগিতার দ্বিতীয় দিন।

এদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

চারটি লোনাসহ ম্যাচটি ৬৫-২৪ ব্যবধানে জেতে বিজিবি। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি ফায়ার সার্ভিসের খেলোয়াড়রা। খেলার শুরু থেকেই একের পর এক পয়েন্ট ‍তুলে নেন সবুজ, আল আমিন, মাসুম, জাহাঙ্গীরদের নিয়ে গড়া বিজিবি দলটি। ফায়ার সার্ভিসকে হারানোর মধ্য দিয়ে প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় ঘরে তুলল বিজিবি। গতকাল নিজেদের প্রথম ম্যাচে গোপালগঞ্জ কাবাডি ক্লাবকে ২৪-৫৬ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে বিজিবি।

বিজিবির মতো টানা দ্বিতীয় জয় ঘরে তুলেছে মেঘনা কাবাডি ক্লাবও। গতকাল ফায়ার সার্ভিসকে হারানো দলটি আজ হারিয়েছে গোপালগঞ্জ কাবাডি ক্লাবকে। ছয়টি লোনাসহ ম্যাচটি ৬৫-৩৪ পয়েন্ট ব্যবধানে জিতে নেয় মেঘনা কাবাডি ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন মেঘনার খেলোয়াড়রা। ম্যাচের শেষঅবধি এই ধারা বজায় রাখে দলটি।  

ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় কাবাডি দল এবং একই সঙ্গে বিজিবি কাবাডি দলের অধিনায়ক ডিফেন্ডার সবুজ মিয়া বলেন, ‘বিজয় দিবস কাবাডির এবারের আসরে টানা দ্বিতীয় পেলাম। দুটি ম্যাচই আমরা বড় ব্যবধানে জিতেছি। গ্রুপপর্বে আমাদের আরো একটি ম্যাচ বাকি। আগামীকাল সেটি মেঘনা কাবাডি ক্লাবের বিরুদ্ধে খেলব। ওই ম্যাচেও আমরা জয় প্রত্যাশা করছি। যদিও মেঘনা কাবাডি ক্লাব অনেক ভালোমানের দল। তাদের দলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আছে। আমাদের দলও ভালো। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে কাল মাঠে নামব। ’

গত আসরের রানার্স আপ বিজিবি এবার চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছে। কেমন হচ্ছে এবারের আসর- এমন প্রশ্নে বিজিবির অধিনায়ক সবুজ বলেন, ‘বিজয় দিবস কাবাডি আমি আগেও খেলেছি। কিন্তু এবারের মতো এতটা জমজমাট আসর দেখিনি। বিদেশি খেলোয়াড়রা যুক্ত হওয়াতে আসরটি বেশ জমে গেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করায়। ’

বাংলাদেশ সময় ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।