ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

নারায়ণগঞ্জে বিজয় দিবস স্কুল দাবা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
নারায়ণগঞ্জে বিজয় দিবস স্কুল দাবা শুরু

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতা আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।  

উদ্বোধনী দিনে টানা দ্বিতীয় জয় নিয়ে তিন জন শীর্ষে রয়েছেন।

তারা হলেন ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ, মেহরাব হোসেন রাতুল ও হরিহরপাড়া স্কুলের মোহাম্মদ রিয়াদ রহমান।

প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব। এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।