ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বিজয় দিবস কাবাডির ফাইনালে মেঘনা ও পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
বিজয় দিবস কাবাডির ফাইনালে মেঘনা ও পুলিশ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রানার গ্রুপের পৃষ্ঠপোষক ‘রানার মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এর ফাইনালে উঠেছে মেঘনা কাবাডি ক্লাব এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। আজ (১৩ ডিসেম্বর) বুধবার পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নিজ নিজ খেলায় জয় লাভ করে ফাইনালের মঞ্চে পা রাখে মেঘনা কাবাডি ক্লাব এবং বাংলাদেশ পুলিশ।

আজ দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মেঘনা কাবাডি ক্লাব ও বাংলাদেশ জেল। ২টি লোনাসহ ম্যাচটি ৪২-২৫ পয়েন্ট ব্যবধানে জিতে শিরোপার মঞ্চে পা রাখেন মেঘনার খেলোয়াড়রা। খেলার প্রথমার্ধে ১৯-৯ পয়েন্টে এগিয়ে ছিল মেঘনা। ম্যাচ শেষে জয়ী দলের অধিনায়ক জিয়াউর রহমান বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনালে প্রতিটি ম্যাচেই আমাদের দল দুর্দান্ত খেলেছে। সেমিফাইনালেও বাংলাদেশ জেলের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। অপরাজিত চ্যাম্পিয়ন থেকে উঠে এসেছি ফাইনালে। যেভাবে আমরা খেলছি এই ধারা অব্যাহত থাকলে ফাইনালের ট্রফি আমাদের হাতেই উঠবে। পুলিশ নিঃসন্দেহে ভালো দল। তাদের বিরুদ্ধে লড়াই করেই আমাদের জিততে হবে এবং সেই লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। ’ 

দিনের দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩টি লোনাসহ ম্যাচটি ৪৬-২৭ পয়েন্ট ব্যবধানে জেতে নেয় পুলিশ। খেলার প্রথমার্ধে ২৮-১৩ পয়েন্টে এগিয়ে ছিল পুলিশ। আগামীকাল ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পুলিশের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।