ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

টেনিসে মাসফিয়ার অনন্য কীর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
টেনিসে মাসফিয়ার অনন্য কীর্তি

বাংলাদেশের টেনিসে সর্বপ্রথম কোন নারী অফিসিয়াল বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক মনোনয়ন পেয়েছেন মাসফিয়া আফরিন ।

আগামীকাল ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তিনি ৬-১২ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এবং ১৩-১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২০ জানুয়ারি মাসফিয়া দেশে ফিরবেন।  

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত বছরের ২৩-২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিষেক মুখার্জীর তত্ত্বাবধানে ‘ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল’-এর আয়োজন করা হয়েছিল।  

অফিসিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন। তাকে আইটিএফের অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের দিল্লি ও কলকাতায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।