ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ফেব্রুয়ারিতে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
ফেব্রুয়ারিতে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস

প্রতিবছর দুটি সিনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। সামার অ্যাথলেটিকস এবং জাতীয় অ্যাথলেটিকস।

গত বছর না হলেও এবার এ দুই প্রতিযোগিতার আয়োজন করা হবে।  

আগামী ৯-১০ ফেব্রুয়ারি তারিখে জাতীয় অ্যাথলেটিকস মাঠে গড়াবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন।

গত বছর অক্টোবর-নভেম্বরে দুইবার সামার অ্যাথলেটিকসের বিজ্ঞপ্তি দিয়েও স্থগিত করে ফেডারেশন। তাই অ্যাথলেটরা শঙ্কায় রয়েছেন ৯-১০ ফেব্রুয়ারির জাতীয় চ্যাম্পিয়নশিপ সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে। ২০২২ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস।

জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ সাধারণত বছরের শেষদিকে হয়। ২০২৩ সালের ডিসেম্বরে এই চ্যাম্পিয়নশিপের সূচি থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আয়োজন করেনি ফেডারেশন। জাতীয় ও সামার প্রতিযোগিতা না হওয়ায় সিনিয়র অ্যাথলেটরা প্রতিযোগিতার মধ্যে ছিলেন না। তবে জুনিয়র অ্যাথলেটরা অবশ্য দু’টি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আয়োজিত শেখ কামাল যুব গেমস এবং অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল-কলেজ মাদ্রাসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া পর্যায়ে আসর না থাকলেও গত বছর কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪ 
এআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।