ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

অলিম্পিক কোটার লড়াই হাতছাড়া রবিউলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
অলিম্পিক কোটার লড়াই হাতছাড়া রবিউলের

মাত্র ০.০৩ পয়েন্টের আক্ষেপে পুড়তে হচ্ছে বাংলাদেশের শুটার রবিউল ইসলামকে। ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপ।

এশিয়ান শুটিংয়ের শ্রেষ্ঠত্বের পাশাপাশি জুলাইয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিকে এশিয়ান শুটিংয়ের কোটা নিশ্চিতের মঞ্চ।  

আজ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ৬২৮.০ স্কোর করেছেন। তার এক ধাপ উপরে থাকা ইন্দোনেশিয়ার শুটার ফাতহুর ৬২৮.৩ স্কোর নিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন। এর আগে গত ৮ জানুয়ারি ছেলে ও মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলেও ব্যর্থতার গল্প লিখেছিল বাংলাদেশ। বাছাই রাউন্ড পেরিয়ে চূড়ান্ত পর্বে যেতে পারেননি কেউই।

অলিম্পিকের কোটা প্লেস পেতে হলে কমপক্ষে ফাইনাল রাউন্ডে উঠতেই হতো শুটারদের। কিন্তু ফাইনাল রাউন্ডে ওঠার লড়াইয়ে রবিউল করেন ৬২৮ পয়েন্ট। যেখানে সর্বশেষ প্রতিযোগী হিসেবে ইন্দোনেশিয়ার ফাথুর গুস্তাফিয়ান নিশ্চিত করেন অলিম্পিকের কোটা। ফাথুর করেছেন ৬২৮.৩ পয়েন্ট। বাছাই পর্ব উতরে চূড়ান্ত পর্বে যেতে পারলে রবিউলের সামনে থাকতো পদক জয়েরও সুযোগ।

বাছাই পর্বে রবিউল প্রথম তিনটি সিরিজে যেভাবে স্কোর করছিলেন তাতে এক সময় মনে হচ্ছিল পেয়েও যেতে পারেন অলিম্পিক কোটা। প্রথম তিন সিরিজে তিনি যথাক্রমে করেছেন ১০৪, ১০৫.৬, ১০৫.৫। কিন্তু চতুর্থ সিরিজে আবারও ছন্দপতন রবিউলের। এবার করেন আগের চেয়ে কম স্কোর-১০৪.৩। অবশ্য পরের সিরিজেই আবারও প্রতিযোগিতায় ফেরেন ১০৫.৬ পয়েন্ট করে। কিন্তু যা সর্বনাশ হয়েছে একেবারে চূড়ান্ত ও শেষ সিরিজে। যে মুহূর্তে বেশি জ্বলে ওঠা প্রয়োজন ছিল, সেই মুহূর্তে তিনি চুপসে গেলেন। সব শেষ সিরিজে তিনি করেন ১০৩ পয়েন্ট।

রবিউলের সরাসরি নিজ যোগ্যতায় অলিম্পিকে নাম লেখানোর পথ বন্ধ হলেও অলিম্পিক খেলার সম্ভাবনা এখনো রয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন শুটার রবিউল ও শায়রা আরেফিনের নাম আইওসির কাছে আবেদন করেছে ওয়াইর্ল্ড কার্ডের জন্য। রবিউলের এই পারফরম্যান্স ওয়াইল্ড কার্ড পাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।