ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ইতিহাসগড়া জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
ইতিহাসগড়া জয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু জোকোভিচের

গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ২০০৫-এ অভিষেক হয় নোভাক জোকোভিচ। এর ছয় মাস পরই জন্ম নেন দিনো প্রিজমিচ।

১৮ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ওয়াইল্ড কার্ডে সুযোগ পান এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। শুরুতেই তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান জোকোভিচ। ২৪ গ্র্যান্ডস্ল্যামজয়ী এই তারকার বেশ টক্কর দেওয়ার চেষ্টা করেন প্রিজমিচ। টাইব্রেকারে একটি সেটও জিতে নেন। কিন্তু এরপর আর পারেননি।

চার ঘণ্টার লড়াই ৬-২, ৬-৭ ( ৫-৭), ৬-৩, ৬-৪ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ শুরু করলেন জোকোভিচ। গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে কখনোই প্রথম রাউন্ডের ম্যাচে এর চেয়ে দীর্ঘ সময় কোর্টে কাটাননি তিনি। এই জয়ে আরও একটি ইতিহাস গড়েন এই সার্বিয়ান তারকা। প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি মেজর টুর্নামেন্টে ৯০ বা তার বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন তিনি। মেলবোর্নে এটি ছিল তার ৯০তম জয়। এর আগে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বল্ডনে জিতেছেন ৯০টি করে ম্যাচ।

নিজের পারফরম্যান্স নিয়ে জোকোভিচ বলেন, 'আমি শুরুটা খুব ভালো করেছি। কিন্তু কিছুটা অদ্ভুত লাগছে কারণ আমি তার দ্বিগুণ বয়সের। বাস্তবতা বেশ কঠিন। আমি সত্যিই চেষ্টা করে যাচ্ছি কোর্টে প্রতিটি মুহূর্ত উপভোগ করার। কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি। কিছু কিছু সময়ে মনে হয়েছে আরও ভালো ও আগ্রাসী  খেলতে পারতাম। '


প্রতিপক্ষ প্রিজমিচকে নিয়ে জোকোভিচ বলেন, 'সত্যি বলতে তার প্রশংসা করার অনেক কিছু আছে। কোর্টের প্রতিটা ইঞ্চি সে যেভাবে ব্যবহার করেছে তা আমার ভালো লেগেছে। সে স্বাচ্ছন্দ্যে থেকে কোর্টে নেমেছিল। তার ডিফেন্স অবিশ্বাস্যরকমের ভালো। ১৮ বছর বয়সী এমন একজনের এটি অসাধারণ পারফরম্যান্স, যার আগে কখনো এই মঞ্চে খেলার অভিজ্ঞতা ছিল না। ভবিষ্যতে আমরা তার কাছ থেকে অনেক কিছু দেখতে যাচ্ছি। '

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।