ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে আলকারাস

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন কার্লোস আলকারাস। ইতালিয়ান লরেঞ্জো সনেগোর বিপক্ষে ৬-৪, ৬-৭ (৩-৭), ৬-৩, ৭-৬ (৭-৩) গেমের ঘাম ঝরানো এক জয় তুলে নেন এই স্প্যানিশ তারকা।

আলকারাসের মতোই কঠিনতম দিন কাটিয়েছেন অন্যান্য তারকারা। পাঁচ সেটের লড়াইয়ে লুকাস ক্লেইনের বিপক্ষে ৭-৫, ৩-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (১০-৭) গেমে জেতেন ছয় নম্বর বাছাই আলেক্সান্ডার জভেরভ। ১১ নম্বর বাছাই কাসপার রুদকে খেলতে হয়েছে পাঁচ সেটের লড়াই। ঘরের ছেলে ম্যাক্স পার্সেলকে ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৭-৬ (১০-৭) গেমে হারান তিনি।

মেয়েদের বিভাগে বাদ পড়ারে দুয়ারে দাঁড়িয়ে ছিলেন এক নম্বর বাছাই ইগা সিওনতেক। তবে ঘুরে দাঁড়িয়ে ড্যানিয়েল কলিন্সকে ৬-৪, ৩-৬, ৬-৪ হারিয়েছেন তিনি। জয়ের পর এই পোলিশ তারকা বলেন, 'আমি শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। জানতাম সে নিখুঁতভাবে খেলছিল তবে সেই লেভেল ধরে রাখা যেকারো জন্যই কঠিন এবং আমি তার ভুলের জন্য প্রস্তুত ছিলাম। নিজেকে নিয়ে গর্বিত আমি, কারণ এটা সহজ ছিল না। মনে হয়েছিল এয়ারপোর্টে চলে গিয়েছি। '

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এএইচএস 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।