ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচটি জয়ে রাঙালেন নোভাক জোকোভিচ। পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মার্তিন এচেভেরিকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান এই সার্বিয়ান তারকা।

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে ১০০ ম্যাচ খেলে ৯২তম জয় তুলে নেন জোকোভিচ।  চার গ্র্যান্ডস্ল্যামে ১০০টি করে ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন রজার ফেদেরার (১১৭) ও নারী কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (১০৫)।

চতুর্থ রাউন্ডে পৌঁছানোর পর জোকোভিচ বলেন, 'প্রথম দুই রাউন্ডের চেয়ে ভালো খেলেছি আমি। তাই এটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। খেলার দিক থেকে ও শারীরিকভাবে ভালো অনুভব করতে শুরু করেছি। এটা ইতিবাচক দিক তবে আমি এখনো নিজের সেরা অবস্থায় খেলতে পারছি না। '

চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।