ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

ক্যারিয়ারের একাদশতম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের গড়া রেকর্ড ভাঙার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। তীব্র গরমের মধ্যে এই সার্বিয়ান টেনিস গ্রেট দ্বাদশ বাছাই যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে উঠে গেছেন আসরের সেমিফাইনালে।

মেলবোর্নে আজ শেষ আটের লড়াইয়ে ৭-৬ (৭-৩) ৪-৬ ৬-২ ৬-৩ গেমে জিতেছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। এই মাঠে ২০১৮ সাল থেকে হারেননি তিনি। আজকেরটি সহ সর্বশেষ ৩৩টি সিঙ্গেলেই জয় পেয়েছেন 'জোকার' খ্যাত এই টেনিস তারকা। সেমিফাইনালে তাকে ইতালিয়ান চতুর্থ বাছাই জানিক সিনার অথবা রাশিয়ান পঞ্চম বাছাই আন্দ্রেই রুবলেভের মোকাবিলা করতে হবে।

সর্বকালের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম হাতে তুলতে আর মাত্র দুটি ম্যাচ জিততে হবে জোকোভিচকে। ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্ল্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড তার দখলেই আছে।  ক্যারিয়ারে ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালকে ছাড়িয়ে গড়েছিলেন গ্র্যান্ড স্লামের এককে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। এরপর নিজেকেই ছাড়িয়ে জেতেন ২৪তম শিরোপাও।

আর মাত্র একটি মেজর জিতলে তিনি পেছনে ফেলে দেবেন মার্গারেট কুর্টকে, যিনি ছেলে ও মেয়েদের টেনিস মিলিয়ে জোকোভিচের সঙ্গে সবচেয়ে বেশি (২৪) মেজরের মালিক।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।