ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেন

সেমিফাইনালেই জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
সেমিফাইনালেই জোকোভিচের বিদায়

ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে এসেছিলেন। কিন্তু হলো না, সেমিফাইনালেই ছিটকে যেতে হলো।

তার ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের অপেক্ষাটা আরও বাড়িয়ে দেন ইয়ান্নিক সিন্নার। জোকোভিচকে ৬-২, ৬-২ ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন এই ইতালিয়ান টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে এলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জোকোভিচ। রেকর্ডবার ১০বার শিরোপা জিতেছেন এখানে। ২০১৮ সাল থেকে টানা ৩৩ ম্যাচে পেয়েছেন জয়ের দেখা। অবিশ্বাস্য সেই ধারাবাহিকতার ইতি টানলেন সিন্নার। প্রথম দুই সেটে বেশ সহজেই জিতে নেন  তিনি। কিন্তু এমন অনেকবার হয়েছে যে, প্রথম দুই সেট হারার পর পরের তিন সেট জিতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জোকোভিচ। তৃতীয় সেট জিতে তেমন কিছুরই ইঙ্গিত সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা। কিন্তু চতুর্থ সেটে অঘটনের জন্ম দিয়ে ফাইনালে নাম লেখান সিন্নার। এর রড লেভার অ্যারেনায় তার সর্বোচ্চ সাফল্য ছিল গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এবার শিরোপারই স্বপ্ন দেখছেন তিনি।

জোকোভিচের মতো বড় তারকাকে বিদায় করে দেওয়ার পর চতুর্থ বাছাই সিন্নার বলেন, “খুবই কঠিন ম্যাচ ছিল এটি, শুরুটা অনেক ভালো করেছি আমি। প্রথম দুই সেটে আমার মনে হয়েছে, তিনি দারুণ ছন্দে নেই, তাই আমি চেষ্টা করে গিয়েছি তাকে চাপে রাখার। এবং পরে তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমি, কিন্তু ফোরহ্যান্ড শটটি মিস করে যাই। তবে এটাই টেনিস এবং পরের সেটের জন্য প্রস্তুত হতে থাকি যেখানে শুরুটা অনেক ভালো করেছি আমি। ”

জোকোভিচকে শেষ চারবারের দেখায় তিনবারই হারিয়েছেন সিন্নার। এর পেছনে রহস্য কী? এমন প্রশ্নে ইতালিয়ান তারকা বলেন, 'আমি জানি না– তাকে জিজ্ঞেস করুন। আমি মনে করি আমাদের খেলার ধরনটা প্রায় একই। আমি কেবল তাকে চাপে রাখার চেষ্টা করেছি। সেই কৌশল আমি আপনাদের বলব না। '

এদিকে, ফাইনালে সিন্নারের প্রতিপক্ষে হওয়ার লড়াইয়ে কিছুক্ষণ পরই মুখোমুখি হবেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরভ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪

এএইচএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।