ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
জাতীয় যুব হ্যান্ডবলের ফাইনালে ঢাকা

আগের দিনই ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এর ফাইনাল নিশ্চিত করেছিল বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। ফাইনালে ওঠার অপেক্ষায় ছিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

আজ মঙ্গলবার বিকেলে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কুষ্টিয়া জেলাকে ৩৫-৩৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ঢাকা। যদিও কুষ্টিয়া প্রথমার্ধে ১৯-১৭ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের লিড ছাপিয়ে জয় নিশ্চিত করে ঢাকা।

আগামীকাল দুপুর ২টায় ফাইনালে মুখোমুখি হবে বান্দরবান ও ঢাকা জেলা।  পাঁচদিন ব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে মোট ৬টি জেলার যুব দল অংশ নিয়েছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ঢাকা ও বান্দরবান সরাসরি ফাইনাল খেলবে।

বাংলাদেশ সময় : ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।