ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

প্রিমিয়ার ডিভিশন হকি লিগ 

সবার প্রথমে দল গোছাল আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
সবার প্রথমে দল গোছাল আবাহনী

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের আনুষ্ঠানিক দলবদল শুরু হয়েছে গতকাল থেকে। তবে গতকাল দলবদলের প্রথম দিনে ফেডারেশনে ছিল না কোনও চাঞ্চল্য।

আজ থেকে সরব হতে শুরু করেছে ফেডারেশন। প্রথম দল হিসেবে আজ দলবদলের কার্যক্রম শেষ করেছে আবাহনী লিমিটেড।

তারকায় ঠাসা আবাহনী কাগজে কলমে শক্তিশালী এক দল গড়েছে । খেলোয়াড়দের টোকেন প্রদানের মধ্য দিয়ে হকির দলবদল কার্যক্রম শুরু হয়েছে ২৫ জানুয়ারি। বুধবার শুরু হয়েছে টোকেন জমা দেওয়া। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের টোকেন জমা দিতে পারবে।  

আজ সকল খেলোয়াড়দের নিয়ে হকি ফেডারেশনে আসেন আবহনীর কর্তারা। সারেন দলবদলের আনুষ্ঠানিকতা। লিগে হকি স্টেডিয়ামেই ক্যাম্প করবে আবাহনী। খেলোয়াড়রা আজ ক্যাম্পের প্রস্ততি নিয়েই এসেছেন প্রয়োজনীয় সামগ্রীসহ।

দল নিয়ে সন্তুষ্ট আবাহনীর কোচ হেদায়তুল ইসলাম রাজিব। তিনি বলেন, ‘আমাদের দল ওভারঅল ভালো হয়েছে। আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। ’  গত লিগেও আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন রাজিব। তার অধীনে রানার্সআপ হয়েছিল দলটি। এবার ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।

রাজিব বলেন, ‘গতবারের ভুলগুলো শুধরে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবার তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা হয়েছে। ’ 

দেশি ফুটবলারদের নিয়েই দল গঠন করা হয়েছে। এখনো বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করানো হয়নি। আপাতত দেশি খেলোয়াড়দের নিয়েই কাজ শুরু করতে চান তিনি। এরপর বিদেশিরা দলের সঙ্গে যোগ দিবেন।  

জাতীয় দলে খেলা ৯জন খেলোয়াড় রয়েছে আবাহনীতে। মোহামেডান থেকে আবাহনীতে নাম লিখিয়েছেন আশরাফুল ইসলাম। প্রায় দশ বছর থেকে লিগ শিরোপা পাচ্ছে না আবাহনী। এবার সেই শিরোপা খরা ঘোচাতে চান দলের সবচেয়ে পুরানো খেলোয়াড় রোমান সরকার। প্রায় দশবছর ধরে আবাহনীর হয়ে খেলছেন তিনি।  

রোমান বলেন, ‘যার যার অবস্থান থেকে আমরা নিজেদের খেলাটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ভালো দল গড়লেই চ্যাম্পিয়ন হওয়া যাবে বিষয়টা এমন না। আমরা নিজেদের অবস্থান থেকে চেষ্টা করেছি। ’

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। হকি খেলোয়াড়দের আয়ের একটা বড় যায়গা লিগ। এবারের লিগে আর্থিক দিক থেকে কতটা সন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে রোমান বলেন, ‘আসলে মানুষের চাহিদার তো শেষ নেই। তবে আমরা আবাহনীর কাছে যতটুকু চেয়েছি তারা চেষ্টা করেছে দেওয়ার। বাকি দলের কথা আমি জানি না। ’ 

এবারের দলবদলে দৃষ্টি কেড়েছেন আশরাফুল ইসলাম। মোহামেডান থেকে আবাহনীতে নাম লিখিয়েছেন তিনি। নতুন দলের হয়ে নিজের সেরাটা দিতে চান বলে জানিয়েছেন তিনি। প্রত্যাশা পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। এর আগে দুই মৌসুম আবাহনীতে খেলেছিলেন তিনি। দীর্ঘ শিরোপা খরা ঘোচাতে প্রত্যয়ী আশরাফুল।  

তিনি বলেন, ‘খেলোয়াড়ি জীবনে এমনটা হবে। এক দল থেকে আরেক দল যাবো। আবার আসবো। আমি মনে করি আমাদের দলে যারা যারা আছে সকলে নিজের সেরাটা খেললে শিরোপা খরা ঘোচানো সম্ভব। ’

আবাহনী দল: 

ফরহাদ আহমেদ শিতুল, রোমান সরকার, রেজাউল করিম বাবু, রাকিবুল হাসান, পুস্কর খিসা মিমো, মেহেদী হাসান, মেহরাব হোসেন সামিন, নাঈম উদ্দিন, আমান শরিফ, মো. আবদুল্লাহ, হুজায়ফা হোসেন, আশরাফুল ইসলাম, বিপ্লব কুজুর, সাজিবুর রহমান ও ওবায়দুল হোসেন জয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।