ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

হামিদ স্পোর্টস একাডেমির ৮ লাখ প্রাইজমানির বডিবিল্ডিং প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
হামিদ স্পোর্টস একাডেমির ৮ লাখ প্রাইজমানির বডিবিল্ডিং প্রতিযোগিতা

প্রায় এক বছরেরো বেশি সময় ধরে কার্যক্রম নেই বডিবিল্ডিং ফেডারেশনের। ঝিমিয়ে পড়া বডিবিল্ডিংয়ে গতির সঞ্চার করতে ভিন্নরকম উদ্যোগ নিয়েছে হামিদ স্পোর্টস একাডেমি।

আগামী ১০ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ হামিদ স্পোর্টস একাডেমিতে আয়োজিত হবে দিনব্যাপী উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা। আসরের নাম দেয়া হয়েছে মিস্টার কেরানীগঞ্জ। এই প্রতিযোগিতার প্রাইজমানির পরিমান ৮ লাখ ৪০ হাজার টাকা।

উন্মুক্ত মেনস ফিজিক, উন্মুক্ত বডিবিল্ডিং ৬৫ কেজি, ৭৫ কেজি ও উর্ধ্ব ৭৫ কেজিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রাইজমানি ৮ লাখ ৪০ হাজার টাকা। জাতীয় পর্যায়েও সাধারণত এত আকর্ষণীয় অর্থ পুরস্কার দেওয়া হয় না। এছাড়া মিস্টার কেরানীগঞ্জকে দেওয়া হবে ট্রফির পাশাপাশি ১ লাখ টাকার অর্থ পুরস্কার।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হামিদ স্পোর্টস একাডেমি। কেরাণীগঞ্জে বিভিন্ন সময়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এই ভেন্যুতে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার শরীরগঠনের আয়োজন করেছে এই একাডেমি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে বুধবার এ উপলক্ষ্যে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক সাবেক বডিবিল্ডার রুসলান হোসেন, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন, একাডেমির পরিচালক (ক্রীড়া) তারিকুজ্জামান নান্নু।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ ও এসকিউ গ্রুপ।   

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।