ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

গ্র্যান্ডমাস্টার দাবা

চার রাউন্ড শেষে তিনে জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
চার রাউন্ড শেষে তিনে জিয়া

কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায়, গ্র্যান্ডমাস্টার এসপিরেন্টের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় চলতি এল আর গ্লোবাল গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে তিন খেলোয়াড়ের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আড়াই পয়েন্ট করে নিয়ে তার সমান্তরালে আছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী ও ফিদেমাস্টার পানিসার বিদান্ত।

শীর্ষে আছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ। ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট তার। আন্তর্জাতিক মাস্টারমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ৪ খেলায় সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বৃহস্পতিবার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান শ্রীলংকার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভাকে, শ্রীলংকার আন্তর্জাতিকমাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে ও ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ড্র করেন। আগামীকাল (শুক্রবার) সকাল দশটা হতে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।