ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সিপিডিএল স্পোর্টস কার্নিভাল/

থার্ড আইকে হারিয়ে শুরু বাংলানিউজের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
থার্ড আইকে হারিয়ে শুরু বাংলানিউজের

ঢাকা: রাজধানীর পূর্ব ভাটারার সিপিডিএল রুবিকন সিটিতে আয়োজিত রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪ এর ব্যাটমিন্টন টুর্নামেন্টের প্রথম খেলায় জয় পেয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। প্রতিদ্বন্দ্বী থার্ড আইকে হারিয়েছে তারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শুরু হয় বাংলানিউজ বনাম থার্ড আইয়ের ম্যাচ। বাংলানিউজের হয়ে এ ম্যাচে অংশ নেন সিনিয়র নিউজরুম এডিটর মো. জুবাইর ও অফিস অ্যাটেন্ডেন্ট আবুল খায়ের সাগর।  

ম্যাচের শুরুতে পয়েন্ট নেয় বাংলানিউজ। এরপর অবশ্য পিছিয়ে পড়ে তারা। প্রথমে ৩-৮ ও পরে ১১-৮ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলানিউজ। পরবর্তীতে সাগরের নৈপুণ্যে পাওয়া কয়েকটি পয়েন্টে ম্যাচে এগিয়ে যায় বাংলানিউজ দল।  

ম্যাচের শেষার্ধে আবার এগিয়ে যায় থার্ড আই। পয়েন্ট টেবিলে ৮ স্কোর যোগ করে এগিয়ে যায় তারা। এ সময় বাংলানিউজের স্কোর ছিল ১৩। এরপর টানা তিন পয়েন্ট নিয়ে বাংলানিউজকে এগিয়ে নেন মো. জুবাইর। তারপর সাগর সংগ্রহ করেন আরও ৪ পয়েন্ট। শেষ সার্ভে ১ পয়েন্ট নেন জুবাইর। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে  বাংলানিউজ।

এর আগে গত বৃহস্পতিবার সিপিডিএল’র নির্মাণাধীন হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কার্নিভালের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্পোর্টস কার্নিভালে আন্তর্জাতিক কাঠামোয় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। ব্যাডমিন্টন ছাড়াও এ কার্নিভালে রয়েছে হিউম্যান ফুসবল গেম। কার্নিভালে অংশ নিয়েছে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম, কমিউনিকেশন ও লজিস্টিকস সহ অনেক প্রতিষ্ঠান।  

সাত দিনব্যাপি এ কার্নিভালে ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের ১০৩টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুসবল ক্যাটাগরিতে মোট ৯০টি ম্যাচে অংশগ্রহণ করবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমজে/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।