ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ঢাকায় আয়োজিত হবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ঢাকায় আয়োজিত হবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তা।

ইতোমধ্যে কমনওয়েলথভুক্ত ৩২টি দেশ নিবন্ধন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।  

ঢাকায় সর্বশেষ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা হয়েছিল ২০১০ এসএ গেমসে। প্রায় ১৪ বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কারাতের আরেকটি আন্তর্জাতিক আসর।  

গত বছর অক্টোবরে হাঙ্গেরির বুদাপেস্টে হয়েছিল কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেস। সেই কংগ্রেস সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে হবে পরবর্তী কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ওয়েলস, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কারাতেকা অংশ নেবে এই প্রতিযোগিতায়। জাতীয় দল ও ক্লাব দল- যে কোনও দেশ থেকে দুটি বিভাগে অংশ নিতে পারবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে।

ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র এই চারটি বিভাগে খেলবে জাতীয় দলে। এই বিভাগগুলো ছাড়াও ক্লাব পর্যায়ে বাড়তি দুটি বিভাগ অনূর্ধ্ব-১৪ ও ভ্যাটার্ন ক্যাটাগরিতে খেলতে পারবেন বিভিন্ন দেশের কারাতেকারা।

আজ (শনিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। প্রধান অতিথি হিসেবে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই বলেন, ‘কমওনয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের মতো আসর ঢাকায় হলে এদেশের অর্থনীতেও এর প্রভাব পড়বে। কারণ, বিশ্বের প্রায় ৪০টি দেশের দেড় হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা ঢাকায় আসবেন। ’

এ সময় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু ও সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন।  

সর্বশেষ এসএ গেমসে কারাতে থেকে এসেছিল ৩টি সোনার পদক। এবার কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপেও পদকের আশা করছে বাংলাদেশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, ‘এই প্রতিযোগিতার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। যদিও আমাদের ভেন্যু সঙ্কট রয়েছে। কখনও এনএসসির জিমনেশিয়ামে, কখনও মিরপুরে ইনডোরে প্রস্তুতি নিতে হচ্ছে। তারপরও আশাবাদী ভালো প্রস্তুতি পেলে আমরা এই প্রতিযোগিতায় পদক জিততে পারবে। ’

বাংলাদেশ সময় : ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।