ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

পদক হাতছাড়া হলো ইমরানুরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
পদক হাতছাড়া হলো ইমরানুরের

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের গত আসরে স্বর্ণপদক জিতেছিলেন ইমরানুর রহমান। এবার তাই তাকে ঘিরে সকলের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে।

 

কিন্তু ইরানের তেহরানে আয়োজিত এবারের আসরে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে আজ  প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। চতুর্থ হয়ে বিদায় নিতে হয়েছে তাকে।

৬ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। সোমবার ফাইনালে সেরা হয়েছেন ওমানের আনোয়ার আলি; তার টাইমিং ৬ দশমিক ৫২ সেকেন্ড।

এই ইভেন্টে জাপানের শুহেই তাদা ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং উত্তর কোরিয়ার জো কুম রাইওং ৬ দশমিক ৬৬ টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছেন।

প্রাথমিক হিট এবং সেমি-ফাইনাল হিট মিলিয়ে এই তিন জনকে কখনোই পেছনে ফেলতে পারেননি ইমরানুর। ফাইনালেও পারলেন না।

ইমরান এবার ৬০ মিটার স্প্রিন্টের প্রাথমিক হিটে করেছিলেন ৬.৬২ টাইমিং। সেমিফাইনালে সেই টাইমিং কমিয়ে ৬.৬০ করেছিলেন। আজ ফাইনালে ৬.৬৭ টাইমিং করায় শিরোপার দৌড়ে থাকতে পারেননি।

গত আসরে ৬.৫৯ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।