ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ক্লাব কাপ হকি

জয়ে শুরু আবাহনী-মেরিনার্সের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
জয়ে শুরু আবাহনী-মেরিনার্সের

দুই বছরেরও বেশি সময় পর মাঠে গড়িয়েছে ক্লাব কাপ হকি চ্যাম্পিয়নশিপ। মাঠে গড়িয়েছে ক্লাব কাপ।

আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে জয় দিয়ে আসর শুরু করেছে আবাহনী এবং মেরিনার্স।

বিকেলে প্রথম ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে আবাহনী। গ্রুপের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথটাও পরিস্কার করলো সাবেক চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে মেরিনার্স ২-০ গোলে হারিয়েছে পুলিশকে।

ম্যাচের প্রথম মিনিটেই মেহেদি হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। এর ৮ মিনিট পর ওবায়দুল হাসান জয় গোল করলে প্রথম কোয়ার্টারে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী।  

২৩ ও ২৪ মিনিটে গোল করে আবাহনীকে ৪-০ গোলে লিড এনে দেন মোহামেডান থেকে এবার আবাহনীতে যোগ দেওয়া আশরাফুল ইসলাম। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে আবাহনী তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে গিয়ে একটি গোল হজম করে। তাতে তাদের বড় ব্যবধানের জয়ের পথে কাঁটা হতে পারেনি অ্যাজাক্স। শেষ মিনিটে ব্যবধান পেনাল্টি কর্নার থেকে গোল করে ৪-১ করেন ফরহাদ আহমেদ সিতুল।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।