ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

পেশাদার বক্সিং নিয়ে বিএসপিএর কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
পেশাদার বক্সিং নিয়ে বিএসপিএর কর্মশালা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং এর ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের অবহিত করার লক্ষ্যে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়। আজ (মঙ্গলবার) সকালে  বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে ওয়ার্কশপটি আয়োজিত হয়।

আয়োজনে প্রফেশনার বক্সিং নিয়ে বিস্তারিত জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপটি পরিচালিত হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএসপিএ সহ-সভাপতি কাজী শহীদুল আলম।  

বিএসপিএ’র সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রায় ৬০ জন ওয়ার্কশপে অংশ নেন।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন। যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরেও তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।