ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ব্যাডমিন্টন ও ফুসবলের শিরোপা জিতলো বসুন্ধরা গ্রুপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
ব্যাডমিন্টন ও ফুসবলের শিরোপা জিতলো বসুন্ধরা গ্রুপ সিপিডিএল রুবিকন সিটি স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন ও ফুসবল ক্যাটাগরিতে শিরোপা জিতেছে বসুন্ধরা গ্রুপ।

সিপিডিএল রুবিকন সিটি স্পোর্টস কার্নিভালে ব্যাডমিন্টন ও ফুসবল ক্যাটাগরিতে শিরোপা জিতেছে বসুন্ধরা গ্রুপ।  

১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২৮টি প্রতিষ্ঠানের ১০৩টি দল অংশ নিয়েছিল।

টুর্নামেন্টটি ২৮ ফেব্রুয়ারি শেষ হয়।

ব্যাডমিন্টন (পুরুষ) ক্যাটাগরিতে ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বসুন্ধরা গ্রুপের হেড অব ফাইন্যান্স (সেক্টর-বি) নুরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজ।

ব্যাডমিন্টন (নারী) ক্যাটাগরিতে সিটি ব্যাংককে হারিয়ে শিরোপা জেতেন বসুন্ধরা গ্রুপের সেন্ট্রাল হিউম্যান রিসোর্সের স্বর্ণা এবং সিনথিয়া।

ফুসবল (নারী) ক্যাটাগরিতে শিরোপা জেতেন বসুন্ধরা গ্রুপের সেন্ট্রাল অ্যাডমিন ও হিউম্যান রিসোর্সের (সেক্টর-বি) স্বর্ণা, সানজিদা, সিনথিয়া, পিংকি, ফাহমিদা, রুমানা এবং তাবাসসুম।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।