ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

অ্যাজাক্সের কাছে হারল আজাদ স্পোর্টিং

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
অ্যাজাক্সের কাছে হারল আজাদ স্পোর্টিং

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আজাদ স্পোর্টিংকে ৪-১ গোলের ব্যবধানে হারায় অ্যাজাক্স।

জয়ী দলের ভারতীয় রিক্রট সিলহেইবা লিশাম জোড়া গোল করেন। এছাড়া অ্যাজাক্সের সুব্রত পাল ও দলটির আরেক ভারতীয় দীপক একটি করে গোল করেন। আজাদ এসসির পক্ষে একমাত্র গোলটি করেন খোরশেদ ।

ম্যাচের শুরু থেকেই আজাদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে অ্যাজাক্স। একের পর এক আক্রমণ চলতে থাকে সমানে। খেলার ষষ্ঠ মিনিটে সিলহেইবার ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স (১-০)। প্রথম কোয়ার্টারে গোলের সুযোগ পায় আজাদও। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হিটে গোলবঞ্চিত থাকে দলটি।

দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে আবারো গোলের আনন্দ অ্যাজাক্সের। সুব্রত পালের দর্শনীয় ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। তৃতীয় কোয়ার্টারের শুরুতে আজাদের জালে আবারো গোল অ্যাজাক্সের। ৩৪ মিনিটে দীপকের ফিল্ড গোলে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেয় দলটি। খেলার ৩৭ মিনিটে খোরশেদের ফিল্ড গোলে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনে আজাদ। মিনিট চারেক পর আবারো আজাদের জালে গোল। সিলহেইবার নিজের জোড়া গোলের পাশাপাশি অ্যাজাক্সকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন।  

খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুদল বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে। এর মধ্যে পেনাল্টি কর্নারও ছিল।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।