ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

জেএফএ কাপের আঞ্চলিক পর্ব শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
জেএফএ কাপের আঞ্চলিক পর্ব শুরু মঙ্গলবার

দেশের ৬ ভেন্যুতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের দশম আসর। আঞ্চলিক পর্বে ৬ অঞ্চলের চ্যাম্পিয়ন, সেরা একটি রানার্সআপ ও চূড়ান্ত পর্বের আয়োজকদের নিয়ে হবে শিরোপা নির্ধারণী পর্ব।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে হয়ে আসছে নারী অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচি। প্রতিটি দল অংশগ্রহণ ফি পাচ্ছে ২৫ হাজার টাকা করে। আর যে ৬ টি জেলা প্রথম রাউন্ড আয়োজন করছে তারা পাবে ৩০ হাজার টাকা করে। সোমবার বিকেলে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন এসব তথ্য।

এবারের আঞ্চলিক পর্বের আয়োজক জেলা ৬টি হচ্ছে মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, ফেনী, যশোর ও জামালপুর। ৬ ভেন্যুতে অংশ নিচ্ছে ৩০ টি জেলা। উদ্বোধনী দিনে মাদারীপুর স্টেডিয়ামে ফরিদপুর খেলবে গোপালগঞ্জের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।