ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সিনারকে হারিয়ে ‘প্রথমবার’ ফাইনালে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জুন ৮, ২০২৪
সিনারকে হারিয়ে ‘প্রথমবার’ ফাইনালে আলকারাস

ফরাসি ওপেনে প্রথম সেটে বাজেভাবে হেরে শুরুটা হয় কার্লোস আলকারাসের। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান তিনি।

তৃতীয় সেটে গিয়ে আবার হেরে বসলেও পরবর্তী দুই সেট দাপট দেখিয়ে জিতে নেন স্প্যানিশ এই টেনিস তারকা। ইয়ানিক সিনারকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ালিফাই করেন ফাইনালেও।  

পুরুষ এককে আজ আলকারাস ও সিনারের মধ্যকার প্রথম সেমিফাইনাল চলে দীর্ঘ ৪ ঘণ্টা ৯ মিনিট। এই লড়াইয়ে ২-৬, ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন তৃতীয় বাছাই আলকারাস। তার জয়ে শীর্ষ দুই বাছাই ছিটকে গেলেন এই গ্র্যান্ড স্ল্যাম থেকে। ইনজুরির কারণে এর আগে বিদায় নেন নোভাক জোকোভিচ। আর এবার বিদায় নিলেন সিনারও।  

ক্যারিয়ারে দুবার গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছেন আলকারাস। ২০২২ সালের ইউএস ওপেনের পর গত বছরের উইম্বলডন জেতেন তিনি। আর তৃতীয়টি জয়ের লক্ষ্যে ফরাসি ওপেনের ফাইনালে স্প্যানিশ এই তারকা মুখোমুখি হবেন জার্মানির চতুর্থ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ কিংবা নরওয়ের সপ্তম বাছাই কাসপের রুডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।