ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

সার্ভিসেস কাবাডি লিগে জয়ে শুরু বিজিবি-নৌবাহিনির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
সার্ভিসেস কাবাডি লিগে জয়ে শুরু বিজিবি-নৌবাহিনির

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার, (৭ জুলাই) পর্দা উঠল ‘স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ-২০২৪’ প্রতিযোগিতার। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে ৯ দলের অংশগ্রহণে আয়োজিত লিগের পর্দা নামবে আগামী ১৬ জুলাই।  

আজ উদ্বোধনী খেলায় বিকেল ৫টায় মুখোমুখি হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ বিমান বাহিনী। চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি একটি লোনাসহ ৩৩-৩২ পয়েন্টে জিতে নেয় বিজিবি। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি। একটি লোনাসহ খেলায় ৪৯-২৫ পয়েন্টে জেতে বাংলাদেশ নৌবাহিনী।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র সার্ভিসেস কাবাডির শুভ উদ্বোধন ঘোষণা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সফল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। লিগ কমিটির চেয়ারম্যান পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বপ্নভূমি, ভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান, চলমান সিনিয়র সার্ভিসেস লিগ কমিটির সম্পাদক এবং ফেডারেশনের সদস্য আমজাদ হোসেন মজনুসহ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।