ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্রতিভা অন্বেষণে শুরু হলো স্কুল ক্যারম প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
প্রতিভা অন্বেষণে শুরু হলো স্কুল ক্যারম প্রতিযোগিতা

ক্যারমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে ক্যারম ফেডারেশন। নতুন খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নিয়েছে তারা।

যার অংশ হিসাবে ঢাকার তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যারম প্রতিযোগিতার আয়োজন করেন সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

বায়তুশ শরফ জব্বরিয়া স্কুল অ্যান্ড কলেজের খেলায় ছেলেদের বিভাগে আপন চ্যাম্পিয়ন ও মোরশেদ রহমান রানারআপ এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় আফসানা মিনি ও রানারআপ হয় তিন্নি দাস। এই স্কুলের ৪০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে ছেলেদের বিভাগে শামীম আহমেদ চ্যাম্পিয়ন ও রেজভী রানারআপ এবং মেয়েদের বিভাগে নন্দীতা দাস ও রানারআপ হুমায়রা। অন্যদিকে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগতায় চ্যাম্পিয়ন নওশিন আক্তার এবং রানারআপ হয় উম্মে হাবিবা। আশরাফ আহমেদ বলেন, ‘আমরা স্কুল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া শুরু করেছি। যার অংশ হিসাবে ঢাকার তিনটি স্কুলে প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের খুঁজে বের করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জ্জুলাই ৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।