ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

খেলা

মেদভেদেভকে হারিয়ে আবারও উইম্বলডনের ফাইনালে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
মেদভেদেভকে হারিয়ে আবারও উইম্বলডনের ফাইনালে আলকারাস

শুরুটা একদমই ভালো হয়নি, তাই স্নায়ুচাপও পেয়ে বসেছিল কিছুটা। কিন্তু খুব দ্রুতই সেটা কাটিয়ে উঠলেন কার্লোস আলকারাস।

এরপর তাকে আর ঠেকায় কে! দানিল মেদভেদেভকে ৭-৬ (৭-১), ৩-৬, ৪-৬, ৪-৬ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো পা রাখেন উইম্বলডনের ফাইনালে।  

গতবার নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের চ্যাম্পিয়ন হন আলকারাস। এবার টানা দ্বিতীয় শিরোপায় চোখ এই স্প্যানিশ তারকার। জিতলেই নাম লেখাবেন বিরল এক ক্লাবে। উন্মুক্ত যুগে বিয়র্ন বোর্গ ও বরিস বেকার ছাড়া ২২ বছর হওয়ার আগে কোনো খেলোয়াড়ই একের বেশি উইম্বলডন জিততে পারেননি।  

এবারের মতো গতবারও মেদভেদেভকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন আলকারাস। তবে সেবার কোনো সেটই মেদভেদেভকে জিততে দেননি। আজ এমন শুরু হওয়ায় কারণ হিসেবে ২১ বছর বয়সী এই তারকা বলেন, ‘শুরুতে খুবই নার্ভাস ছিলাম। অসাধারণ টেনিস খেলে সে ম্যাচে দাপট দেখাচ্ছিল… আমার জন্য কঠিন ছিল তা। ’ 

পরের তিন সেটে মেদভেদেভকে খুব একটা চড়াও হওয়ার সুযোগ দেননি আলকারাস। দ্বিতীয়বার ফাইনালে ওঠে তিনি বলেন, ‘মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে  কেমন  অনুভূতি হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম। গতবার আমি যেসব কাজ ভালোভাবে করেছি সেগুলো করার চেষ্টা করব এবং আরও ভালো খেলার চেষ্টা করব। চেষ্টা করব সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোয়। আশা করি স্প্যানিশদের জন্য সেই দিনটিও খুব ভালো হবে। ’

কথাটা বলেই দুয়োধ্বনি পেতে শুরু করেন আলকারাস। কেননা একইদিন ইউরোর ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। পরক্ষণেই তিনি বলেন, ‘আমি বলিনি স্পেন জিতবে। আমি কেবল বলেছিলাম, খুবই মজার একটি দিন কাটবে। ’

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।