ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

কারাতেতে অ্যাডহক কমিটির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
কারাতেতে অ্যাডহক কমিটির দাবি

ক্রীড়াঙ্গনে বইছে বদলের হাওয়া। সরকার পতনের পর সব ফেডারেশনেই চলছে ক্ষমতার পালাবদল।

এতদিন যারা সরকারি ক্ষমতার বলে বিভিন্ন স্থানে রাজত্ব করেছেন সব স্থানেই চলছে সংস্কার। তার ধারাবাহিকতায় আজ কারাতে ফেডারেশন বদলের দাবি নিয়ে হাজির হয়েছিলেন বঞ্চিতরা।

আজ জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে ব্যানার হাতে মানববন্ধন করেন দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক কারাতেকারা। ‘ফ্যাসিবাদী আওয়ামীপন্থী বর্তমান কমিটির সঙ্গে আতাতকারীদের ফেডারেশনে ঠাই নাই ও দেখতে চাই না’-শিরোনামে ব্যানার নিয়ে তারা নানা স্লোগান দিতে থাকেন।  

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। ফেডারেশন থেকে অন্যায়ভাবে বহিষ্কার হওয়ার পর আদালতের মাধ্যমে সেই পদ ফিরে পান সহসভাপতি মোস্তাফিজুর রহমান। মানববন্ধনে তিনি বলেন, ‘সাধারন সম্পাদক ক্যা শৈ হ্লার স্বজনপ্রীতি, আত্মীয়করন, রেফারিদের হুমকি এবং অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে বহিষ্কার হয়েছিলেন অনেক কারাতেকা, কোচ ও সংগঠক। এশিয়ান গেমসে গিয়ে কোচ ও ম্যানেজারের ঘুষকাণ্ডে খেলতে পারেনি কারাতেকা। যার ফলে দেশের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেফারি বলেন, ‘দেশে কারাতে সংশ্লিষ্ট বিভিন্ন ইভেন্টের খেলা হয়। আমরা রেফারি ও জাজরা ওইসব খেলায়ও অংশ নিয়েছি। কারাতের বেতনভুক্ত না হওয়ায় ওইসব খেলায় রেফারিং ও জাজিং করে অর্থ উপার্জন করতাম। নিজেদের রেফারি ও জাজদের ওপর বিধি-নিষেধ জারি করে অন্যদের খেলায় ব্যাঘাত ঘটাতে চাইতেন ক্যা শৈ হ্লা। এমনকি কারাতের অন্যভার্সনে গিয়ে রেফারিং করলে শাস্তিও দেওয়া হতো আমাদেরকে। ’ 

তিনি যোগ করেন, ‘আমরা কারাতে ফেডারেশনের বেতনভুক্ত ছিলাম না। এই রেফারিং ও জাজিং কোর্স করেছি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে অর্থ উপার্জনের জন্য। তারপরও আমাদেরকে অনৈতিকভাবে হুমকি দেওয়া হতো। ’ 

মানববন্ধন শেষে জাতীয় ক্রীড়া পরিষদের কর্তাদের কাছে অ্যাডহক কমিটি চেয়ে স্মারকলিপি দেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।