ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

তাইওয়ানের স্কুল অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন বাংলাদেশের তামিম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
তাইওয়ানের স্কুল অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন বাংলাদেশের তামিম

তাইওয়ানে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির তামিম হোসেন। ট্রিপল জাম্পে ১৪ দশমিক ৭৭ মিটার লাফিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।

 

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলংকা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে।  

এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ৪ জন করে বালক ও বালিকা। এর মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান ও ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তার উঠেছেন সেমিফাইনালে।  

তাইওয়ানে বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন ভূঁইয়া দলের সঙ্গে আছেন।  

তাইওয়ান থেকে জুঁই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এরইমধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে আরও দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।