ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিজেকে তারকা ভাবেন না সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নিজেকে তারকা ভাবেন না সানচেজ অ্যালেক্সিজ সানচেজ

ঢাকা: ‘তারকা’ খেতাব নিতে রাজি নন আর্সেনালের হয়ে খেলা চিলির তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিজ সানচেজ। ২৬ বছর বয়সী সানচেজ জানালেন, তিনি আসলে কোনো তারকা ফুটবলার নন।

ক্লাবের অন্য ফুটবলারদের মতোই একজন ফুটবলার।

বার্সেলোনার হয়ে ৮৮ ম্যাচে ৩৯ গোল করা সানচেজ এ মৌসুমে স্প্যানিস ক্লাবটি ছেড়ে ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালে পাড়ি জমান। ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমিরেটসে তিনি নাম লেখান।

এ মৌসুমে সানচেজ আর্সেন ওয়েঙ্গারের কোচিংয়ে অসাধারণ পারফরমেন্স করে চলেছেন। এ বছর আর্সেনালের হয়ে ১৭ ম্যাচে ১০ গোল করেছেন তিনি।

চিলির জার্সি গায়ে ৭৭ ম্যাচ খেলা সানচেজ বলেন, আমাকে অনেকে ‘তারকা’ বলে ডেকে থাকেন। কিন্তু আমি এ ব্যাপারে একমত নই। আমাদের ক্লাবে আরো অনেক ভালো ফুটবলার রয়েছেন, যারা বিশ্বসেরাদের কাতারে রয়েছেন। অনেকে রয়েছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। ক্লাবের অনেকে ইংল্যান্ড আর ফ্রান্সের মতো দেশের জাতীয় দলে খেলে থাকেন।

তিনি আরো যোগ করেন, আমি তাদের টপকে ‘তারকা’ খেতাব নিতে চাইনা। এ ক্লাবে আমি অন্যান্য ফুটবলারদের মতো একজন খেলোয়াড়। আমি তাদের মতো সেরা ফুটবলারদের পাশে খেলতে পেরে গর্বিত। তবে, আমি আবারো আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমি কোনো ‘তারকা’ ফুটবলার নই।

আর্সেনাল এ মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে রয়েছে। ৯টি জয়, ৬টি ড্র আর ৪টি পরাজয় নিয়ে সানচেজদের অর্জিত পয়েন্ট ৩৩।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।