ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

খেলা

রিয়ালের ‌ইতিহাসের পাতায় ‘বিস্ময় বালক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
রিয়ালের ‌ইতিহাসের পাতায় ‘বিস্ময় বালক’ ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুম শেষের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন নরওয়ে ফুটবলের ‘বিস্ময় বালক’ মার্টিন ওদেগার্ড। গেটাফের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

আর মাঠে নেমেই ক্লাবের ফুটবল ইতিহাসে নতুন করে নাম লেখান ওদেগার্ড।

ম্যাচের ১৩, ৩২ ও ৩৪ মিনিটের মাথায় গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ তারকা রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রোনালদোকে তুলে নিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে পাঠান মার্টিন ওদেগার্ডকে।

আর এর ফলে মাত্র ১৬ বছর ১৫৬ দিন বয়সেই রিয়ালের সিনিয়র টিমে অভিষেক ঘটে ওদেগার্ডের। স্প্যানিশ জায়ান্টদের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান নরওয়ের উঠতি এ তারকা।

undefined


এর আগে সেবাস্তিয়ান লোসাডা রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক ম্যাচে নেমেছিলেন। ১৯৮৪ সালে সেবাস্তিয়ানের বয়স ছিল ১৭ বছর ৬ দিন।

গত বছর পেশাদার ফুটবলে পা রাখা ওদেগার্ড নরওয়ের প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছিলেন। দেশটির হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলা এই মিডফিল্ডারকে গত জানুয়ারিতে দলে ভেড়ায় রিয়াল। ক্লাবের ‘বি’ দলের হয়ে নাম লেখান ওদেগার্ড। এরপর থেকে জিনেদিন জিদানের তত্ত্বাবধানে থাকেন ফুটবলের বিস্ময় বালক।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।