ঢাকা: বাংলাদেশ সেনাবহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং) প্রতিযোগিতা-২০১৫ এ যশোর অঞ্চল চ্যাম্পিয়ন ও রংপুর অঞ্চল রানার্স আপ হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে রাজধানীর আর্মি সুইমিং কমপ্লেক্সে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সমাপনী দিনে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবার যৌথভাবে সেরা সাঁতারু হয়েছেন যশোর অঞ্চলের কর্পোরাল মো. কামাল হোসেন ও সৈনিক জুয়েল আহমেদ।

undefined
যশোর অঞ্চল দল (৫৫ পদাতিক ডিভিশন) মোট ১৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আর রংপুর অঞ্চল দল (৬৬ পদাতিক ডিভিশন) ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক ও ৭টি ব্রোঞ্জপদক পেয়েছে।
চট্টগ্রাম অঞ্চল দল (২৪ পদাতিক ডিভিশন) ১টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক ও ৫টি ব্রোঞ্জপদক পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্যদিকে, কুমিল্লা অঞ্চল (৩৩ পদাতিক ডিভিশন) ৩টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক পেয়েছে। এছাড়া সাভার অঞ্চল (৯ পদাতিক ডিভিশন) ২টি স্বর্ণপদক, বগুড়া অঞ্চল (১১ পদাতিক ডিভিশন) ১টি স্বর্ণপদক, সিলেট অঞ্চল (১৭ পদাতিক ডিভিশন) ২টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক, ঘাটাইল অঞ্চল (১৯ পদাতিক ডিভিশন) ১টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক পেয়েছে।

undefined
সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সব দলের খেলোয়াড়, ঢাকা অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, মে ২৪, ২০১৫
টিএইচ/এএসআর