ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

খেলা

প্রথম বিভাগ কাবাডিতে চ্যাম্পিয়ন ইনিস্টিটিউট অব কাবাডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
প্রথম বিভাগ কাবাডিতে চ্যাম্পিয়ন ইনিস্টিটিউট অব কাবাডি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ‘মার্সেল রেফ্রিজারেটর ১৮তম প্রথম বিভাগ কাবাডি লিগ-২০১৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে ইনিস্টিটিউট অব কাবাডি।

মার্সেল রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লিগ ফাইনালে ইনিস্টিটিউট অব কাবাডি ৬-১ পয়েন্টে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে।

লিগে পয়েন্টের ভিত্তিতে রার্নাস-আপ হয়েছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ। তৃতীয় স্থান অধিকার করেছে ম্যানসিটি ক্লাব।

এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইনিস্টিটিউট অব কাবাডির হাসান ও মাতুয়াইল মিলন স্মৃতি সংসদের দুলাল এবং ম্যানসিটি ক্লাবের রেজাউল।

রোববার (২৪ মে) বিকাল ৪টায় পল্টন জাতীয় কাবাডি স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোশারফ হোসেন রাজীব, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, মার্সেল মার্কেটিং।

আরো উপস্থিত ছিলেন জনাব আশিক আল-মামুন, সিনিয়র সহকারী পরিচালক, পলিসি এইচআরএম এন্ড অ্যাডমিন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিগ কমিটির চেয়ারম্যান রতন কুমার সাহা ও লিগ কমিটির সদ্যস সচিব কাইউম শিকদার সহ অন্যান্য কর্মকর্তাগণ।

এবারের প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহন করে। দলগুলো হল: ফারুক স্মৃতি সংসদ, অর্বাচীন ক্রীড়াচক্র, ম্যানসিটি ক্লাব, সিংনা সংঘ, মানিকনগর উন্নয়ন সমিতি, স্বর্ণালী সংসদ, ইনিস্টিটিউট অব কাবাডি, মৌলভী সুরজ্জামাল স্মৃতি সংসদ, সাত রওজা নবীন সংঘ, স্টার স্পোর্টস, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংঘ।

লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানধারী দুটি দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে। আর রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।