ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের সবগুলো দলই রোববার রাতে মাঠে নামে। এর মধ্য দিয়েই এ মৌসুমের ইতি ঘটলো।
স্ট্যামফোর্ড ব্রিজে অবশ্য চেলসিই প্রথমে পিছিয়ে ছিল। ২৬ মিনিটে স্কটিশ স্ট্রাইকার স্টিভেন ফ্লেচারের গোলে লিড নেয় সান্ডারল্যান্ড। এগার মিনিট পর পেনাল্টি থেকে দিয়েগো কস্তার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৭০ ও ৮০ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার লইক রেমির জোড়া গোলের সুবাদে প্রত্যাশিত জয় পায় ব্লুজরা। খেলা শেষ হওয়া মাত্রই হোসে মরিনহোর শিষ্যরা শিরোপা উদযাপনে মাতে।

undefined
এমিরেটস স্টেডিয়ামে পুরো আলোটা নিজের করে নেন থিও ওয়ালকট। এই ইংলিশ স্ট্রাইকারের হ্যাটট্রিকে বড় জয় পায় আর্সেনাল। খেলা শুরুর চার মিনিটেই সান্তি কাজোর্লার পাস থেকে প্রথম গোল করেন। ১৪ ও ৩৭ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
এর আগে প্রথমার্ধের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল পাওলিস্তার অ্যাসিস্ট থেকে গানারদের হয়ে তৃতীয় গোল করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ওয়েস্ট ব্রমের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আইরিশ ডিফেন্ডার গ্যারেথ ম্যাকওলি।

undefined
গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটিও জয় দিয়ে মৌসুম শেষ করে। এ ম্যাচের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগকে বিদায় জানান সাবেক চেলসি তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আগামী মৌসুমেই আমেরিকার মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটিতে যোগ দেবেন ৩৬ বছল বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
ইংলিশ লিগে নিজের ম্যাচে গোল করে বিদায় মুহূর্তটি স্মরণীয় করে রাখেন ল্যাম্পার্ড। ৩১ মিনিটে স্বদেশী জেমস মিলনারের পাস থেকে বল জালে জড়ান। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলের মধ্য দিয়ে সাউদাম্পটনের ড্র করার সম্ভাবনাটা ভেস্তে যায়।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম