ঢাকা: লিভারপুলের হয়ে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচটা সুখকর হলো না। স্টোক সিটির বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে অল রেডসরা।
ব্রিটান্নিয়া স্টেডিয়ামে লিভারপুলের জালে রীতিমত গোল উৎসব করে স্টোক সিটি। প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২২ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন সেনেগাল স্ট্রাইকার ম্যামি ডিউফ। চার মিনিট পর আইরিশ স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্সের নৈপুণ্যে ৩-০ গোলের লিড নেয় স্টোক। ৪১ ও ৪৫ মিনিটে দুই মিডফিল্ডার চার্লি অ্যাডাম ও স্টিভেন এনজঞ্জি বাকি দুই গোল করেন।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে লিভারপুলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জেরার্ড। তবে, নির্ধারিত সময়ের চার মিনিট আগে অল রেডসদের চূড়ান্ত লজ্জা দেন সাবেক ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচ। মৌসুমের শেষ ম্যাচে যে এরকম দু:স্বপ্নময় রাত কাটাতে হবে তা মনে ব্রেন্ডন রজার্স কল্পনাও করেন নি।

undefined
কিংস্টন কমিউনিকেসনস স্টেডিয়ামে হাল সিটির বিপক্ষে গোলের দেখাই পায়নি ম্যানইউ। উল্টো ৭৭ মিনিটে মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা। এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেন নি রাদামেল ফ্যালকাও। অ্যাঙ্গেল ডি মারিয়া খেললেও ২৩ মিনিটেই ফিটনেস সমস্যার কারণে মাঠ ছাড়েন।
পুরো ম্যাচে ওয়েইন রুনি-হুয়ান মাতারা তেমন কোনো আক্রমণই করতে পারেনি। স্বাগতিকদের গোলপোস্টে মাত্র একবার শট নিতে সক্ষম হয়। অপরদিকে, কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় হাল সিটি। নইলে মৌসুমের শেষ ম্যাচে লুইস ফন গালের শিষ্যদের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘন্টা, মে ২৫, ২০১৫
আরএম