ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

খেলা

দলবদলের বাজারে ঝড় তুলবে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৫
দলবদলের বাজারে ঝড় তুলবে ম্যানইউ

ঢাকা: কাড়ি কাড়ি অর্থ ঢেলেও এ মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ অবস্থানে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলসরা।

এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও বড় অঙ্কের বিনিয়োগের ইঙ্গিতই দিলেন ম্যানইউর কোচ লুইস ফন গান।

গত মৌসুমে ১৯৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাঙ্গেল ডি মারিয়া, লুক শ, আন্দের হেরেরা, মার্কোস রোহো, ড্যালি ব্লাইন্ড ও রাদামেল ফ্যালকাওয়ের মতো তারকা খেলোয়াড়দের দলে ভেড়ায় ইংলিশ জায়ান্টরা। যদিও এক বছরের ধারের চুক্তিতে মোনাকো থেকে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমান ফ্যালকাও। কিন্তু, বাজে পারফরম্যান্স ও ফিটনেস সমস্যার কারণে এই কলম্বিয়ান স্ট্রাইকারের সঙ্গে স্থায়ী চুক্তি করেনি ম্যানইউ।

আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাটা খেলোয়াড় কেনার ওপর নির্ভর করছে বলে জানান ফন গাল। এক সাক্ষাৎকারে এই ডাচ কোচ বলেন, ‘ইংলিশ লিগ জেতাটা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ক্লাব কর্তৃপক্ষ যদি ভালো মানের ফুটবলার কেনার জন্য অর্থ ব্যয় করে তাহলে শিরোপা জেতাটাও সহজ হবে। ’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা লিগ টেবিলের চতুর্থ ‍অবস্থানে থেকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই হয়েছি। শীর্ষ পর্যায়ে ভালো প্রতিদ্বন্দ্বীতা করতে দলকে আরো শক্তিশালী করার বিকল্প নেই। প্রতিটি পজিশনেই দু’জন করে বিশ্বমানের খেলোয়াড় প্রয়োজন। তবে, খেলোয়াড় কেনার ওপরই সব নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।