ঢাকা: সোমবার (২৫ মে) রাতে রুদ্ধদ্বার বৈঠকের পর কার্লো আনচেলত্তিকে কোচের পদ থেকে অপসারণের ঘোষণা দেন রিয়াল মাদ্রিদের পেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে, এ ব্যাপারে আনচেলত্তি কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি।
টুইটারে আনচেলত্তি উল্লেখ করেন, ‘রিয়ালের হয়ে দু’টি চমৎকার বছর কাটিয়েছি। এই স্মৃতি কখনোই ভুলব না। ক্লাব, সাপোর্টার ও খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি। ’
গত মৌসুমে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়ালের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে প্রথম মৌসুমেই বহুল প্রতীক্ষিত লা ডেসিমা’র (দশম চ্যাম্পিয়নস লিগ) শিরোপা ঘরে তোলে গ্যালাকটিকোরা। এছাড়াও উফেয়া সুপার কাপ, কোপা দেল রে ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতে নেয় রোনালদো-বেনজেমারা। সব মিলিয়ে রিয়াল এক কথায় অপ্রতিরোধ্য দলে পরিণত হয়।
কিন্তু, এ মৌসুমে রীতিমত শিরোপা খরায় ভোগে স্প্যানিশ জায়ান্টরা। এটিই আনচেলত্তির জন্য কাল হয়ে দাঁড়ায়। তিন বছরের চুক্তি হলেও দুই মৌসুম শেষেই এই ইতালিয়ান কোচকে গুডবাই বলে দেয় রিয়াল। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আছেন নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ। এই স্প্যানিশ কোচ রিয়ালের ‘বি’ দলের হয়ে দীর্ঘদিন খেলেছিলেন।
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, খুব শিগগিরই রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেবেন বেনিতেজ। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি। অন্যদিকে, লিভারপুল বা দ্বিতীয় মেয়াদে এসি মিলানের দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম