ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ভারত (পশ্চিমবঙ্গ) বনাম বাংলাদেশ ম্যাচ (পুরুষ এবং মহিলা) এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ৩টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম খেলায় পশ্চিমবঙ্গ মহিলা হ্যান্ডবল দল বাংলাদেশ আনসার মহিলা হ্যান্ডবল দলের বিপক্ষে লড়বে। বাংলাদেশের পক্ষে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা পুরুষ হ্যান্ডবল দল এবং মহিলা বিভাগের খেলায় বিজেএমসি, বাংলাদেশ আনসার এবং চট্টগ্রাম জেলা মহিলা হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
ইয়া/এমআর