ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

খেলা

বাংলাদেশ-ভারত প্রীতি হ্যান্ডবল বুধবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বাংলাদেশ-ভারত প্রীতি হ্যান্ডবল বুধবার

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ভারত (পশ্চিমবঙ্গ) বনাম বাংলাদেশ ম্যাচ (পুরুষ এবং মহিলা) এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (২৭ মে) দুপুর সাড়ে ৩টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন করবেন।

প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পুরুষ এবং মহিলা হ্যান্ডবল রাত ৮টায় ঢাকায় এসে পৌঁছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম খেলায় পশ্চিমবঙ্গ মহিলা হ্যান্ডবল দল বাংলাদেশ আনসার মহিলা হ্যান্ডবল দলের বিপক্ষে লড়বে। বাংলাদেশের পক্ষে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা পুরুষ হ্যান্ডবল দল এবং মহিলা বিভাগের খেলায় বিজেএমসি, বাংলাদেশ আনসার এবং চট্টগ্রাম জেলা মহিলা হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।