ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

খেলা

প্রাইজমানি র‌্যাংকিং টিটি সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
প্রাইজমানি র‌্যাংকিং টিটি সমাপ্ত ছবি: সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার (২৬ মে) শেষ হয়েছে ‘প্রাইজমানি ৠাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট। ’ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মহিলা এককে রাহিমা, মহিলা অনূর্ধ্ব-১৫ তে মৌ, পুরুষ অনূর্ধ্ব-১৫তে সাজিদ, পুরুষ এককে এবং অনূর্ধ্ব-১৮তে হৃদয় চ্যাম্পিয়ন হন।



টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাফিয়া আক্তার ডলি, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সাইদুল হক সাদী, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক সমির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আনোয়ার কবির বাবু, কো-চেয়ারম্যান আ ন ম আমিনুল হক মামুন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।