ঢাকা: শুরু হলো চারদিনব্যাপী এশিয়ান ট্যুর ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হোল নং-১ থেকে সিঙ্গাপুরের কো ড্যাং সান, বাংলাদেশের আফনান মাহমুদ মাহী ও মো. মুসা টি অফ করেন।
খেলা শুরু হওয়ার পর বৃষ্টিজনিত কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। তবে বৃষ্টি ছাড়লে সকাল ৮ টা ৪০ মিনেটে ফের খেলা শুরু হয়।
একই সময় হোল নং-১০ থেকে টি অফ করেন শ্রীলঙ্কার ললিত কুমারা, সিঙ্গাপুরের গো কান ইয়ং ও বাংলাদেশের মো. নুর জামাল।
এসময় বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ ও জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মাসুদ রাজ্জাক উপস্থিত ছিলেন।

undefined
দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান সকাল সাড়ে ৭টায় হোল নং-১০ থেকে টি অফ করেছেন। এসময় তার সঙ্গে টি অফ করেন ভারতের দিগ্বিজয় সিং ও থাইল্যান্ডের থাওর্ন উইরাচান্ত।
তিন লাখ ডলারের প্রাইজমানির এ গলফ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।
২৪টি দেশের ১শ’ ৫৬ জন গলফার এ আসরে অংশ নিচ্ছেন। আসরে বাংলাদেশের হয়ে ৩১ গলফার প্রতিনিধিত্ব করছেন।
বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, ২৭ মে, ২০১৫ (আপডেট: ০৯০৬)
ইয়া/এসএস/টিআই
** বুধবার শুরু বসুন্ধরা-বাংলাদেশ ওপেন গলফ