ঢাকা: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল দল। মঙ্গলবার (০২ জুন) ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী সদস্য এবং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। ৪ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে গোল করেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি (১-০)।
ম্যাচের ৮ মিনিটে প্রথম আক্রমণে যায় আফগান শিবির। তবে তারা সুবিধা আদায় করতে পারেনি। বাংলাদেশের রক্ষণভাগ বেশ ভালো ভাবেই রুখে দেয় তাদের।
ম্যাচের ১২ মিনিটে একটি ভালো সুযোগ মিস করে বাংলাদেশের ফরোয়ার্ডরা। এ সময় জুয়েল রানার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতে পারতো হেমন্ত-এনুমালরা, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর আফগানদের চেপে ধরে খেলতে থাকে বাংলাদেশ দল। দুটি কর্নার ও দুটি ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

undefined
১৬ মিনিটে নাসিরুল ইসলাম নাসিরের একটি শক্তিশালী শট গোলবার ছুঁয়ে যায়। তবে ম্যাচের ২৬ মিনিট থেকে গুছিয়ে খেলতে শুরু করে আফগান দলটি। একাধিক আক্রমণে যায় 'দ্য লায়ন্স অফ খোরাসান' খ্যাত দলটি। ডি-বক্সের মধ্যে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
৩২ মিনিটে আফগান মিডফিল্ডার ফয়সাল সায়েস্থির একটি শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করার একটি সুবর্ন সুযোগ মিস করে বাংলাদেশ। ডি-বক্সের বাম পাশ দিয়ে বাড়ানো বলটি রিসিভ করতে গিয়ে পা ফসকে পড়ে যান হেমন্ত ভিনসেন্ট।
আর ৪৪ মিনিটে জুয়েল রানার ক্রসে মাথা ছোঁয়ালেই গোল পেতে পারতেন জাহিদ হাসান এমিলি। কিন্তু তিনি ব্যর্থ হন। তাই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

undefined
বাংলাদেশ একাদশ : ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম (অধিনায়ক), জাহিদ হাসান এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, নাসিরুল ইসলাম নাসির, এনামুল হক, তপু বর্মন, রাসেল মাহমুদ (গোলরক্ষক), জুয়েল রানা।
আফগানিস্তান একাদশ : আবাসিন আলিখিল, সাবান কওমে, আহমেদ জমির দাওদি, ফয়সাল সায়েস্থি, মোদাস্সের জেকরিয়া, জালালুদ্দিন সারিটিয়ার, আহমেদ আরাশ হাতিফিয়ে, কানিসকা তাহের, সাবির ইউসুফি ও ফারদিন ইব্রাহিম।
উল্লেখ্য, আগামী ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা উপলক্ষে দুটি প্রীতি ম্যাচে আয়োজন করেছে বাংলাদেশ-ফুটবল ফেডারেশন। ৩০ মে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয় মামুনুলরা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০২ জুন ২০১৫
ইয়া/এমআর