ঢাকা: কোস্টারিকা ও বেলারুশের বিপক্ষে দু’টি ম্যাচের জন্য স্পেনের দল ঘোষণা করেছেন কোচ ভিসেন্তে দেল বস্ক। তবে, স্কোয়াডে সুযোগ পাননি চেলসির তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা।
ইনজুরি কাটিয়ে সম্প্রতি ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসির দলে ফিরলেও ফিটনেস সমস্যার কারণে স্পেন স্কোয়াডে জায়গা হারিয়েছেন কস্তা। অন্যদিকে, জাতীয় দলে অভিষেকের সম্ভাবনা থাকলেও ২৫ বছর সেন্ট্রাল মিডফিল্ডার হেরেরার অপেক্ষাটা দীর্ঘায়িত হলো। ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকানতারা দলে সুযোগ পাননি।
উয়েফা ইউরোপা লিগের ফাইনালিস্ট সেভিয়ার তিনজন খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছে। এর মধ্যে উইঙ্গার ভিতোলা এক ম্যাচ খেললেও আরেক উইঙ্গার অ্যালেক্স ভিদাল ও গোলরক্ষক সার্জিও রিকোর এখনো স্পেন দলে অভিষেক হয়নি।
আগামী ১১ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে স্পেন। তিন দিন পর ২০১৬ ইউরোর কোয়ালিফায়ার ম্যাচে বেলারুশের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
স্কোয়াড: ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া, সার্জিও রিকো, হুয়ানপ্রান, ড্যানি কারভাজাল, জেরার্ড পিকে, মার্ক বার্ত্রা, সার্জিও রামোস, জর্ডি আলবা, হুয়ান বার্নাট, সার্জিও বুসকেটস, সান জোসে, কোকে, নিলোতা, সান্তি কাজোর্লা, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস, ইস্কো, অ্যালেক্স ভিদাল, ডেভিড সিলভা, আলভারো মোরাতা, প্যাকো আলকাসার, ভিতোলা ও পেদ্রো রদ্রিগেজ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, মে ২৬, ২০১৫
আরএম