ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

বার্সার বিপক্ষে নামবে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বার্সার বিপক্ষে নামবে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুমে লড়তে হবে স্প্যানিশ লিগ জয়ী বার্সেলোনার বিপক্ষে। শুধু মেসি, নেইমার, সুয়ারেজদের বিপক্ষেই নয়, হোসে মরিনহোর শিষ্যদের ব্যস্ত সময় কাটবে প্রাক-মৌসুমে।



তিনটি ভিন্ন মহাদেশে মরিনহোর শিষ্যরা সফর করবে। ২০১৫-১৬ মৌসুমের আগে তাদের প্রস্তুতিমূলক ম্যাচে ঘরের মাঠেও নামতে হবে।

চেলসি তাদের প্রথম সফরে যাবে ব্যাংককে। সেখানে তারা মুখোমুখি হবে থাইল্যান্ডের অল স্টারসদের বিপক্ষে। চলতি মাসের ৩০ তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ায় তারা জুনের ০২ তারিখ লড়বে সিডনি ফুটবল ক্লাবের বিপক্ষে।

কিছুদিন বিরতি দিয়ে জুলাইয়ে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নদের লড়তে হবে আমেরিকায়। ১৩ জুলাই সেখানে ব্লুজদের প্রতিপক্ষ স্থানীয় কিংসটোনিয়ান। ২২ জুলাই চেলসিকে আতিথ্য দেবে নিউইয়র্ক রেড বুলস। আর ২৫ জুলাই মরিনহোর শিষ্যরা মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে।

২৮ জুলাই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চেলসি। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে মেসি-নেইমারদের নিয়ে বিশ্বসেরা আক্রমণভাগ নিয়ে সাজানো বার্সেলোনা।

আগস্টের ২ তারিখ ব্লুজদের খেলতে হবে ওয়েম্বলি স্টেডিয়ামে। ইংলিশ জায়ান্ট আর্সেনাল অথবা অ্যাস্টনভিয়ার বিপক্ষে খেলবে চেলসি। আর সর্বশেষ ৫ আগস্ট তাদের প্রতিপক্ষ হবে ফিওরেন্টিনা। প্রাক-মৌসুমের শেষ ম্যাচটি চেলসি তাদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।