ঢাকা: ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টে গত দুদিন ধরে শীর্ষে ছিলেন সিঙ্গাপুরের গলফার মার্দান মামাত।
শুক্রবার (২৯ মে) তৃতীয় দিনের খেলা শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
এ দিন তিনটি বগির বিপরীতে ছয়টি বার্ডি করেন মামাত, তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১২ শট কম খেলে লিডার বোর্ডে সবার উপরে আছেন এই গলফার।
তারপরেই লিডার বোর্ডের ২ স্থানে আছেন ভারতের কল্যাণ যোশী। তিনি তিনটি বগির পরিবর্তে একটি ঈগল ও সাতটি বার্ডি করেন। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলেন কল্যাণ।
তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার ছোমিন লি। তিনি দুটি বগির বিপরীতে একটি ঈগল ও ৫টি বার্ডি করেন। লি পারের চেয়ে ৮ শট কম দিন শেষ করেন। আর ফিনল্যান্ডের জ্যানি কাসকি রয়েছেন ৪র্থ অবস্থানে। তিনি পারের চেয়ে ৭ শট কম খেলেছেন।
এদিকে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। তিনি সম্মিলিতভাবে লিডার বোর্ডের ৬৪তম স্থানে রয়েছেন।
তবে এখনও শিরোপার স্বপ্নের সলিল সমাধি হয়েনি বাংলাদেশের। কারণ বাংলাদেশি গলফার দুলাল রয়েছেন তৃতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের ৭ম স্থানে। তিনি পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। দুটি ডবল বগি ও দুটি বগির বিপরীতে ৫টি বার্ডি করে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি।
অপর ৪ বাংলাদেশি গলফারদের মধ্যে লিডার বোর্ডে শাখওয়াত সোহেল সম্মিলিতভাবে ২৫তম, দিল মোহাম্মদ (অপেশাদার) সম্মিলিতভাবে ৪৮তম, নূর জামাল সম্মিলিতভাবে ৫৪তম আর সজিব আলী সম্মিলিতভাবে ৬৪তম অবস্থানে আছেন।
চার রাউন্ডের বাকি এখনও ১ রাউন্ড। যদি শনিবার জ্বলে ওঠেন দুলাল-শাখওয়াতরা তাহলে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
ইয়া/এমজেএফ
** এখান থেকে শীর্ষে ফেরা সম্ভব নয়: সিদ্দিকুর