ঢাকা: সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন- ফিফার কংগ্রেসে বোমা হামলার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এ হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বিভাগগুলো।
সুইস পুলিশের একজন কর্মকর্তা শুক্রবার (২৯ মে) এ বিষয়ে বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি, এখানে (ফিফার কংগ্রেসে) বোমা হামলার হুমকি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা।
চলমান ৬৫তম কংগ্রেসে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন চলছে। ফিফা পরিচালনার অভিভাবক নির্বাচনের এই গুরুত্বপূর্ণ কংগ্রেসই সন্ত্রাসী হামলার শঙ্কায় পড়লো।
এর আগে, যুক্তরাষ্ট্রে ধান্দাবাজি, মানি লন্ডারিং এবং জালিয়াতি ও বিশ্ব ফুটবলের পর্ষদে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ফিফার শীর্ষ সাত কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
সুইস পুলিশ জানায়, ৬৫তম ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়া ফিফার ওই সাত কর্মকর্তাকে জুরিখের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এমআর