ঢাকা: ফ্রান্সের প্রথম ফুটবল দল হিসেবে ঘরোয়া ট্রেবল জিতলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ স্তেদে ডি ফ্রান্সে এডিনসন কাভানির একমাত্র গোলে অক্সেরেকে কাপ ডি ফ্রান্সের ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতলো পিএসজি।
লরা ব্লার শিষ্যরা এর আগে লিগ ওয়ান ও কাপ ডি লা লিগা জিতে ঘরোয়া তৃতীয় শিরোপার পথে এক পা দিয়ে রেখেছিল। আর গতরাতের ম্যাচে অক্সেরেকে হারিয়ে ইতিহাস রচনা করলো দলটি।
এদিন পিএসজিকে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয়। বল নিজেদের নিয়ন্ত্রনে রাখতে ব্যর্থ হয় দলটি। যদিও অক্সেরে গোলকিপার ডোনোভান লিওন লরা ব্লার শিষ্যদের ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত হতাশায় রাখেন।
এ ম্যাচে কাঁধের ইনজুরি শেষে মাঠে ফেরেন কাভানি ও জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তাদের আক্রমণও লিওনকে ফাঁকি দিতে পারছিল না। বিরতির ঠিক আগ মুহূর্তে থিয়াগো মোত্তার জোরালো শটটি গোলবারের পাশ দিয়ে চলে গেলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় পিএসজি। এরই সুবাদে খেলার ৬৪ মিনিটেই লিড পায় দলটি। ইব্রাহিমোভিচের লম্বা ক্রসে বল পান জারগোরি ভ্যান ডার উইল। পরে উইল বল পেয়ে দারুণ একটি ক্রসে জালের দিকে বল পাঠালে জোরালো হেডের মাধ্যমে গোল করেন কাভানি।
খেলার বাকি সময় পিএসজি আরো কয়েকটি আক্রমণে গেলে গোল করতে পারেনি। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা উদযাপন করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্সরা।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএমএস/