ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

রেকর্ডের পাতায় এমএসএন ত্রয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ৩১, ২০১৫
রেকর্ডের পাতায় এমএসএন ত্রয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। এ ম্যাচে কাতালানদের হয়ে রেকর্ড গড়েন এমএসএন ত্রয়ী লিওনেল মেসি, লুইস ‍সুয়ারেজ ও নেইমার।

তিনজন মিলে এ মৌসুমে এখন পর্যন্ত ১২০ গোল করেন। যা আক্রমণভাগের তিন খেলোয়াড়ের এক মৌসুমে সর্বোচ্চ গোলের স্প্যানিশ রেকর্ড।

আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েইনের দখলে। গ্যালাকটিকোদের হয়ে ২০১১-১২ মৌসুমে তারা ১১৮টি গোল করেন।

বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে মেসি-নেইমার-সুয়ারেজের গোলসংখ্যা ছিল ১১৭। ন্যু ক্যাম্পে খেলা শুরুর ২০ মিনিটে মেসির অবিস্মরণীয় গোলে রিয়ালের রেকর্ডে ভাগ বসায় বার্সা ত্রয়ী। ৩৬ মিনিটে নেইমার ও ৭৪ মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক জোড়া গোল পূরণ করেন। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।

০৬ জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে এমএসএন ত্রয়ী গোল পেলে ব্যবধানটা আরো বাড়বে। এর মধ্য দিয়ে পরের মৌসুমে রিয়ালের আক্রমণভাগের চ্যালেঞ্জটাও বেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, মে ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।