ঢাকা: ট্রেবল জয়ের খুব কাছে চলে গিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ মৌসুমে স্প্যানিশ লা লিগা আর কোপা দেল রে’র শিরোপা নিজেদের করে নিয়েছে কাতালানরা।
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা হারায় পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখকে। মেসিফাইনালের প্রথম লেগে বার্সার সাবেক কোচ গার্দিওলার শিষ্যরা কাতালানদের ঘরের মাঠে ৩-০ গোলের পরাজয় মেনে নেয়। ফিরতি লেগে গার্দিওলা শিষ্যরা নিজেদের মাঠে ৩-২ গোলে জিতলেও ৫-৩ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে এনরিক শিষ্যরা।
৬ জুন জার্মানির রাজধানী বার্লিনের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে নামবে বার্সা। জার্মান জায়ান্ট গার্দিওলার বায়ার্ন থাকছে না এ ফাইনালে।
বার্সার হয়ে ২০০৮-২০১২ সাল পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োজিত থাকা মেসিদের গুরু গার্দিওলাকে এ ম্যাচে থাকার অনুরোধ করেছিল কাতালানদের ক্লাবটি। তবে, সে অনুরোধ রক্ষা করেন নি বার্সার সাবেক কোচ। তিনি জানিয়ে দিয়েছেন, ফাইনালে তিনি বার্সার খেলা মাঠে বসে দেখতে আগ্রহী নন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এমআর