ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

বঙ্গমাতা ফুটবলে চূড়ান্ত পর্বে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৫
বঙ্গমাতা ফুটবলে চূড়ান্ত পর্বে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী সংগৃহীত

ঢাকা: বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের উদ্বোধনীর দিনের প্রথম খেলায় বিজয়ী হয়েছে রংপুর সদরের ১নং পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সিলেট বিভাগের সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।



রোববার (৩১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় টাইব্রেকারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের ফৈয়জুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদীর দক্ষিণ শীলমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআইএইচ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।