ঢাকা: বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের উদ্বোধনীর দিনের প্রথম খেলায় বিজয়ী হয়েছে রংপুর সদরের ১নং পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সিলেট বিভাগের সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
রোববার (৩১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় টাইব্রেকারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের ফৈয়জুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদীর দক্ষিণ শীলমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআইএইচ/কেএইচ